বিশেষ প্রতিনিধি : | রবিবার, ০১ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 190 বার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৭নং তালশহর পূর্ব ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হতদরিদ্ররা। আজ রবিবার (০১.০৪.২০১৮) দুপুরে সদর উপজেলার ৭ নং তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের সামনে বিপুল সংখ্যক নারী পুরুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার ঘোষিত হতদরিদ্রদের জন্য জনপ্রতি ১০ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও স্থানীয় ডিলার ফুল মিয়া তাদেরকে ৩০ কেজির পরিবর্তে তিন/চার কেজি চাল কম দিচ্ছে।
এছাড়াও অনেকের কাছ থেকে সরকারি ভাবে দেয়া হতদরিদ্রদের কার্ড জমা রেখে ফেরত না দেয়ার অভিযোগও করেছে মানববন্ধনে।
মানববন্ধনে বক্তারা, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। পরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে ডিলার ফুল মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।