শামীম-উন-বাছির | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 658 বার
নব-প্রতিষ্ঠিত ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি অনুষদের অধীনে চারটি প্রোগ্রামে (বিষয়ে) কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমতি পেয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২০) মঞ্জুরী কমিশনের পক্ষে বে-সরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ডঃ মোঃ ফখরুল ইসলাম এক চিঠিতে ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার রেজিস্ট্রারকে এই তথ্য জানিয়েছেন। অনুমোদনপ্রাপ্ত বিষয়গুলো হলে স্নাতক সম্মান পর্যায়ে ইংরেজী, সমাজজ্ঞিান ও ব্যবসায় প্রশাসন। স্নাতকোত্তর পর্যায়ে ব্যবসায় প্রশাসন।
ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার একটি সূত্র জানিয়েছে অনুমোদনপ্রাপ্ত বিষয়গুলোতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।