কসবা প্রতিনিধি: | রবিবার, ১০ জুন ২০১৮ | পড়া হয়েছে 155 বার
পবিত্র রমজান মাস উপলক্ষে বিনামূল্যে অসহায় দুস্থদের জন্য কসবা পৌরসভার অনুকুলে বরাদ্দপ্রাপ্ত ৩০.৮১০ মে:টন চাউল ৩ হাজার ৮১ জন নারী পুরুষের মাঝে বিতরণ করা হচ্ছে।
শনিবার (০৯.০৬.২০১৮) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল পৌর এলাকার অসহায় নারী পুরুষ প্রতিজনকে ১০ কেজি করে চাউল বিতরণ উদ্বোধন করেন।
কসবা পৌরসভা চত্বর থেকে চাউল বিতরণকালে পৌরসভার সচিবসহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। আজ রোববার পর্যন্ত কসবা পৌরসভার এই চাউল বিতরণ চলবে বলে পৌরসভার সচিব আয়েশা বেগম জানান।