| মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 76 বার
আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে জেলা আইনগত সহায়তা কমিটির এক সভা গতকাল সোমবার জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ মোঃ ইসমাঈল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মঈন উদ্দিন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ নিতিশ নন্দী মজুমদার, পিপি অ্যাড. এসএম ইউসুফ, জেলার নূর নবী, জিপি অ্যাড. ওয়াসেক আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফখরউদ্দিন খান, সাধারণ সম্পাদক শফিউল আলম লিটন, জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, ব্র্যাক প্রতিনিধি হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
সভায় আইনগত সহায়তা দিবস নিয়ে বিস্তারিত বর্ণনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ আব্দ্ল্লুাহ আল আমীন ভূইয়া।