নবীনগর প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১৮ অক্টোবর ২০১৮ | পড়া হয়েছে 198 বার
আগামী ২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে আসছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় তিনি যোগ দিবেন।
স্থানীয় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে নবীনগর উপজেলা জাতীয় পার্টি আহবায়ক কাজী মামনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পাটি সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টি কো-চেয়ারম্যান জি.এম কাদের, জাতীয় পার্টি প্রেসিডিয়িাম সদস্য ব্যারিস্টার আনিসুল হক মাহমুদ।
উক্ত জনসভায় প্রধান বক্তা থাকবেন জাতীয় পার্টি মহাসচিব এ. বি. এম রহুল আমীন হাওলাদার।
এছাড়া জনসভায় বক্তব্য রাখবেন জাতীয় পার্টি প্রেসিডিয়িাম সদস্য এ্যাড. কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি আহবায়ক অ্যাড. জিয়াউল হক মৃধা এম.পি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আগমনকে কেন্দ্র ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নবীনগর উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব মোসলেম উদ্দিন মৃধা।