স্টাফ রিপোর্টার : | বুধবার, ২৫ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 156 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল মঙ্গলবার প্রশিক্ষণ মাঠে আলোচনা ও প্রীতিভোজের অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল শাহ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এম.পি।
বিশেষ অতিথি ছিলেন ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল দেওয়ান লিয়াকত আলী, সেক্টর কমান্ডার কর্ণেল জুবায়ের হাসনাত,২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কমান্ডার শাহ আলী ইঞ্জিনিয়ার, ৬০ বিজিবির অধিনায়ক, লে: কমান্ডার জাহিদুর রহমান, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত, সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম মানিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিক সহ সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন, সিনিয়র সহ সভাপতি মো: নুরুল হুদা প্রমুখ।