স্টাফ রিপোর্টার : | বুধবার, ০৮ নভেম্বর ২০১৭ | পড়া হয়েছে 350 বার
মঙ্গলবার (০৭.১১.২০১৭) সকাল সাড়ে ১০টায় কালেক্টরেট সম্মেলন কক্ষে ১৬ ডিসেম্বর ২০১৭ মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ্, সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার, প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উর্ধ্বতন সহ-সভাপতি সুভাষ চন্দ্র পাল, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, সাংবাদিক মনির হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আসাদুজ্জামান।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সম্মিলিতভাবে মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করতে চাই।