প্রেস বিজ্ঞপ্তি | বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 913 বার
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে এসআই ইশতিয়াক আহমেদ, এসআই আলী আক্কাস, এসআই নাজমুল আলম সঙ্গীয় ফোর্সসহ ০৩/০৩/২০১৬ইং তারিখ রাত ০১.৩৫ ঘটিকার সময় কুখ্যাত অস্ত্রধারী/সন্ত্রাসী তারিফুল ইসলাম প্রকাশ কিলার তারিফ এর সহযোগী অস্ত্রধারী/সন্ত্রাসী তফসির আহাম্মদ (২৩), পিতা-মৃত হেবজুল বারী, সাং-কান্দিপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করে তাহার দেখানো ও সনাক্ত মতে অত্র থানাধীন কলেজপাড়া বাচ্চু মিয়ার মালিকানাধীন খালি জায়গা দক্ষিণ পশ্চিম পাশের্ বাউন্ডারী দেয়ালের পাশের্^ থাকা ভাঙ্গাচুরা ইটের স্তুপের নিচে থেকে ০১টি সিলভার রংয়ের ৯ স.স রিভলবার এবং রিভলবারে মধ্যে ভর্তি অবস্থায় তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অত্র থানায় অস্ত্র আইনের মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।