প্রতিনিধি | মঙ্গলবার, ০১ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 1706 বার
নাসিরনগরে খাবারে বিষ মিশিয়ে একটি খামারের ১৭০ হাঁস মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।উপজেলা সদর টেকানগর গ্রামের পাশ্ববর্তী বালি বিলে এ ঘটনা ঘটেছে।এতে প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে। এব্যাপারে খামার মালিক মোঃ দুলাল মিয়া বাদিহয়ে নাসিরনগর থানায় তিন জনকে আসামী করে মামলা দায়ের করলেও কেউ গ্রেফতার হয়নি।
মামলার সূত্রে জানা যায়, নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামের আব্দুল দুলাল মিয়া বাড়ির পার্শ্ববতী বালি বিলে খামার স্থাপন করেন, যেখানে প্রায় এক হাজার ক্যামবেল প্রজাতির হাঁস ছিল। এখান থেকে প্রতিদিন প্রায় আট হাজার টাকার ডিম বিক্রি হয়্ । বিলের পাশে আবুল মিয়া,মিজান মিয়া ও ধনু মিয়া জমি থাকায় তাদের জমির আশে-পাশে হাঁস গেলে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। গত ২১ ফেব্রুয়ারি আসামীরা ধানের মধ্যে কীটনাশক মিশিয়ে নদী পাড়ে ও জমিতে ছিটিয়ে রাখে। ওই বিষাক্ত ধান খেয়ে ১৭০ হাঁস মারা যায়। এব্যাপারে খামার মালিক মোঃ দুলাল মিয়া বাদিহয়ে গত ২২ ফেব্রুয়ারি নাসিরনগর থানায় আবুল মিয়া,মিজান মিয়া ও ধনু মিয়াকে আসামী করে মামলা দায়ের করলেও কেউ গ্রেফতার হয়নি।
নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় মামলাটি তদন্তাধীন রয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |