বার্তা প্রেরক | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ | পড়া হয়েছে 215 বার
শাহ্ সুফী হযরত সৈয়দ আবদুল বারী শাহ্ (রহঃ) এর প্রতিষ্ঠিত ১২৬ তম বার্ষিক ওরশ মাহফিল আজ ৯ পৌষ, ২৩ ডিসেম্বর, সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের কাজীপাড়াস্থ বারীয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বাদ মাগরীব হতে রাত ১০টা পর্যন্ত ওয়াজ মিলাদ দোয়া ও তাবারুক বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
রাত ১০টার পর বাউল গান পরিবেশন করবেন ক্লোজআপওয়ান এর শিল্পী পুতুল এবং ফকির শাহাবুদ্দিন। উক্ত অনুষ্ঠানে দলে দলে যোগদান করে ওলি আওলিয়াগণের রুহানী ফায়েজ হাসিল করার জন্য গদিনীশান পীরজাদা সৈয়দ মোঃ নূরে আজম সবাইকে অনুরোধ জানিয়েছেন।
বার্তা প্রেরক
পীরজাদা সৈয়দ মোঃ নূরে আজম।