| শনিবার, ২৪ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 251 বার
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ (গভঃ রেজিঃ নং ২০৯১) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নব নির্বাচিত কমিটির এক মতবিনিময় সভা আজ শনিবার বিকাল ৪টায় শহরের পুরাতন কাচারী বিল্ডিং এ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি বারীন্দ্র নাথ ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তানিমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আলাল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি দুলাল মিয়া, সহ সভাপতি আলহাজ্ব এমরান হোসেন, আবু সাঈদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লু মিয়া, প্রচার সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক শরিফ আহম্মদ, অর্থ সম্পাদক খবির উদ্দিন, শ্রমিক কল্যাণ সম্পাদক শেখ আবুল কালাম, কার্যকরী সদস্য শেখ মাসুদ রানা, আফরোজ মিয়া, জয়নাল আবেদীন, সোহেল মিয়া প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের কর্মসূচীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ব্যানের সক্রিয় ভূমিকা পালনের সিদ্ধান্ত গৃহীত।