| শনিবার, ০৭ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 808 বার
আজ শনিবার (০৭.০৪.২০১৮) বিকাল ৫টায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার এক জরুরী সভা পুরাতন কাচারী ভবনস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি বারীন্দ্র নাথ ঘোষ।
সভা পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম।
সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোঃ দুলাল মিয়া, সহ সভাপতি আলহাজ্ব এমরান হোসেন, আবু সাঈদ মোল্লা, যুগ্ম সম্পাদক আশরাফ খান আশা, মোঃ আক্কাস মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লু মিয়া, শরিফ আহমেদ, আবুল হোসেন, শওকত হোসেন, খবির উদ্দিন, মোঃ আফরোজ মিয়া প্রমুখ।
সভায় সর্বসম্মতি ও সিদ্ধান্ত মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক ও খাটিহাতা বিশ্বরোড শাখার সভাপতি শেখ আবুল কালাম সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে বিশ্বরোড শাখার সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয় এবং জেলা কমিটির শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি