প্রেস বিজ্ঞপ্তি ; | রবিবার, ০৫ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 541 বার
সদ্য প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া স্বর্ণ শিল্পী কারিগর সমিতির এক আলোচনা সভা ও চা চক্র গতকাল সন্ধ্যায় কালাইশ্রী পাড়াস্থ বাবুল টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃ ছানাউল হক চৌধুরী, আনন্দ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ বাবুল মিয়া, মধ্যপাড়া বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ বশির আহমেদ ছুট্ট মিয়া, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, টান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ওয়ারেশ মিয়া, মোঃ জসিম উদ্দিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রতন দেবনাথ। সভা পরিচালনা করেন সমিতির উপদেষ্টা বিদ্যুৎ বৈদ্য। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ হেলাল উদ্দিন বলেন পারস্পারিক সহযোগিতা ও নিজেদের যথাযথ অধিকার আদায়ের জন্য সংগঠন বা সমিতির কোন বিকল্প নেই। নিজেদের উন্নতি ও অগ্রগতির জন্য প্রত্যেককে কোন না কোন সংগঠনের সম্পৃক্ত থাকা প্রয়োজন। তিনি মালিক পক্ষের সাথে সুসর্ম্পক বজায় রেখে সমিতির কার্যক্রমকে এগিয়ে নিতে স্বর্ণ শিল্পী কারিগর সমিতির সকল সদস্যদের প্রতি আহবান জানান। আলোচনা সভায় সমিতির উপদেষ্টা সঞ্জয় দাস, সমিতির সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, সহ-সভাপতি প্রাণতোষ দেবনাথ সহ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |