ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৭ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 645 বার
স্ত্রীর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে স্বামী আল আমিনের (৩০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আল আমিন ব্রাম্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার মহেষপুর গ্রামের আবুল কালামের ছেলে।
গত সোমবার ১৫ আগস্ট বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের খরমপুর এলাকায় সাইনধারা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আখাউড়া পৌর শহরের খরমপুর গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা মিলন মিয়ার মেয়ে রুবিকে (প্রথম স্ত্রী) রেখে সম্প্রতি দ্বিতীয় বিয়ে করে আল আমিন।
এ নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে আল আমিনের বনিবনা হচ্ছিল না। গত সোমবার দুপুরে আল আমিন দ্বিতীয় স্ত্রীর কাছে যেতে চায়। এতে বাঁধা দেয় প্রথম স্ত্রী রুবি।
স্বামী-স্ত্রীর মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আল আমিন তার স্ত্রীর কাছ থেকে ছুঁটে দৌড় দেয়। স্ত্রীর ধাওয়া খেয়ে সে বাড়ির পাশে সাইনধারা নদীতে ঝাঁপ দেয়।
এসময় আল আমিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা জাল ফেলে খোঁজ করতে থাকলে তার মরদেহ উঠে আসে।
আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন আল আমিনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |