বিশেষ প্রতিনিধি : | শনিবার, ০৭ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 379 বার
মৃত্যুর জন্য চারজনকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন বাপ্পী (৩০) নামের এক যুবক।
নিহত বাপ্পী কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকার উত্তম কুমারের ছেলে।
বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির পুলিশ জানায়, আজ শনিবার (০৭.০৪.২০১৮) বেলা ১১টায় বুড়িচং উপজেলাধীন কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাপ্পীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি মেডিকেল কলেজের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
বুড়িচং থানার (ওসি, তদন্ত) মেজবাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বুড়িচং থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |