ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 158 বার
আজ ১৪ জানুয়ারি (মঙ্গলবার) ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ডাঃ মোঃ ফরিদুল হুদার ২১তম মৃত্যুবার্ষিকী।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের প্রতিষ্ঠিত কামাউড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। ডাঃ ফরিদুল হুদা ফাউন্ডেশনের উদ্যোগেও মরহুমের কবর জিয়ারত করা হবে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির উদ্যোগে গুটিদারা খেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিত হবে।