শামীম উন বাছির | রবিবার, ১৭ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 773 বার
ব্রাহ্মণবাড়িয়া : যৌতুকের জন্য পুত্রবধূকে নির্যাতনের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রোকেয়া বেগম (৪৮) ও তার ছেলে আরাফাত আলম ভূঁইয়া ওরফে রাজীব (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৬ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার কালিকচ্ছ দত্তপাড়ার নিজ বাড়ি থেকে সরাইল থানা পুলিশ তাদের আটক করে।এর আগে আরাফাত আলম ভূঁইয়া ওরফে রাজীবের স্ত্রী মোছা. শারমীন সুলতানা সরাইল যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে তাদের
বিরুদ্ধে মামলা দায়ের করেন। (মামলা নম্বর-২২, তারিখ-১৬/০৭/২০১৬)মামলায় স্বামী রাজীবকে প্রধান আসামি ও শাশুড়ি রোকেয়া বেগমকে আসামি করা হয়।
মামলায় বলা হয়, গত ২০১২ সালের ১৪ জানুয়ারি ছয় লাখ টাকা দেনমোহরে শারমীনের সাথে রাজীবের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে একটি মোটর সাইকেল ও পাঁচ ভরি স্বর্ণালংকারসহ বেশকিছু আসবাবপত্র দেওয়া হয়। পরবর্তীতে মোটর সাইকেল ও স্বর্ণালংকার বিক্রি করে বিদেশে পাড়ি জমায় রাজীব। এরপর রাজীবের মা রোকেয়া বেগম বিভিন্ন সময় শারমীনের কাছে যৌতুকের টাকা দাবি করতে থাকে। এর জন্য শারমীনকে বিভিন্ন সময় মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
এ অবস্থায় গত ৫ জুলাই রাজীব বিদেশ থেকে বাড়িতে ফিরে আসেন। এরপর গত বৃহস্পতিবার (১৪ জুলাই) তিন লাখ টাকা দাবি করে তাকে মারধর করে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনার দুদিন পর ১৬ জুলাই সরাইল থানায় মামলা করে শারমীন।দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, আগামিকাল রোববার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।