সরাইল প্রতিনিধি : | মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮ | পড়া হয়েছে 183 বার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-অরুয়াইল সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ অক্টোবর মঙ্গলবার দুপুরে সড়কের ভূইশ্বর এলাকায় প্রধান অতিথি হিসেবে সংস্কার কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম মোসা, উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবু তালেব, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান প্রমুখ।
৭ কোটি টাকা ব্যায়ে ৩ কিলোমিটার এই সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।