প্রতিনিধি | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 795 বার
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্যাংক লরির চাপায় এক চাতাল শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে মহাসড়কের শান্তিনগর এলাকায়। নিহতের নাম সাব মিয়া-(৬০)। নিহত সাব মিয়ার বাড়ি বিজয়নগর উপজেলার মেরাশানি গ্রামে। পুলিশ ঘাতক ট্যাংক লরিটি আটক করেছে।
পুলিশ জানায়, শান্তিনগর এলাকার “ চাচা-ভাতিজা” রাইস মিলের শ্রমিক সাব মিয়া সকালে মহাসড়কের পাশে দাড়িয়ে থাকার সময় আশুগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্যাংক লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।