সরাইল প্রতিনিধি : | শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮ | পড়া হয়েছে 504 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাস্তা নিয়ে বিরোধের জের ধরে গতকাল ১১ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
নিহত ব্যক্তি হলেন, আঁখিতারা গ্রামের আব্দুল মালেকের ছেলে হারুণ চৌধুরী। জেলা সদর হাসপাতাল মর্গে তার লাশ রয়েছে। আহতদের মধ্যে সাত জন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, রাস্তা নিয়ে ওই গ্রামের শামছুল হক গোষ্ঠীর সঙ্গে ইউনুস মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলা চলমান। একাধিক সালিশ বৈঠক হলেও এর কোনো মীমাংসা হয় নি।
বৃহস্পতিবার সকালে শামছুল হক গোষ্ঠীর লোকজন ওই রাস্তার ওপর দেয়াল নির্মাণ করতে যান। খবর পেয়ে ইউনুস মিয়ার গোষ্ঠীর লোকজন বাধা দেন। এ নিয়ে প্রথমে দুই পক্ষের লোকজেরন মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ২০ জন আহত হন। আহতদের মধ্যে আট জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। দুপুরে কর্তব্যরত চিকিৎসক হারুণ চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তা নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছে। এ নিয়ে একাধিক সালিশ বৈঠকও হয়। বিরোধপূর্ণ রাস্তার উপর দেয়াল নির্মাণ করতে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির বেলা সাড়ে তিনটার দিকে জানান, তিনি ঘটনাস্থলে আছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে পরিস্থিতি বিবেচনায় সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।