সরাইল প্রতিনিধি : | সোমবার, ২১ মে ২০১৮ | পড়া হয়েছে 126 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ভ্রাম্যমাণ আদালতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে।
আজ সোমবার (২১.০৫.২০১৮) উপজেলা সদরের বিকাল বাজার ও অন্নদা স্কুল মোড়ে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন। পঁচা, ময়লাযুক্ত, দূর্গন্ধ ও মূল্য তালিকা না থাকার কারণে ব্যবসায়িদের জরিমানা করা হয়েছে।
মূল্য তালিকা না থাকায় রমজান আলীকে ৫ হাজার, মহব্বত আলীকে ১ হাজার ও শওকত আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খাবার অনুপযোগী অনেক গুলো খেজুর ও ফলমূল খালে ফেলে দেয়া হয়েছে। দিন পেরুলেই খাবার অনুপযোগী হয়ে যাবে এমন অনেক খেজুর ও ফল পাশের একটি এতিম খানায় দিয়ে দেয়া হয়েছে। সড়কের পাশে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কয়েকটি খোলা দোকান উচ্ছেদ করা হয়েছে।