সরাইল প্রতিনিধি : | রবিবার, ১৪ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 373 বার
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মো. শামীমের উদ্যোগে আশুগঞ্জ-সরাইলের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৩.০১.২০১৮) বিকালে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নে দুই শতাধিক শীতার্ত ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সরাইল ও আশুগঞ্জের বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে আরো শীতবস্ত্র বিতরণ করা হবে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোহাম্মদ রৌশন আলম, কেন্দ্রীয় সেচ্ছাসেবকদল নেতা কে এম হাবীবুল হাসান আল আমিন, স্থানীয় বিএনপি নেতা আলী আজগর, তৌহিদুল ইসলাম মেম্বার, রতন মিয়া ও ছাত্রদল নেতা জোনায়েদ প্রমুখ। শেখ শামীম জানান, আশুগঞ্জ ও সরাইল উপজেলার প্রতিটি ইউনিয়নে দুইশত করে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।