সরাইল প্রতিনিধি | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 40 বার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোঃ নূর চান-(৬৫) ও মোঃ শরীফুল ইসলাম-(২৬) নামে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
বুধবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২১ সকালে ও মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড় থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শরীফুল ইসলাম জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আব্দুর রউফের ছেলে এবং নূরচাঁন কিশোরগঞ্জ জেলার কুটিয়াদি উপজেলার চানপুর গ্রামের তোফাচানের ছেলে।
বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বুধবার সকালে মাদক ব্যবসায়ী শরীফকে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এবং মঙ্গলবার বিকেলে নূরচাঁনকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।