| বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 640 বার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মোবারক (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার ১১ আগস্ট দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোবারক সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের তাহের মিয়ার ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, ১০/১৫ জনের একটি ডাকাত দল মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে রাতে টহল পুলিশ তাদের ধাওয়া করে মোবারক নামে একজনকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে একটি পাইপগান, দু’টি কার্তুজ, দু’টি বল্লম ও দু’টি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোবারকের বিরুদ্ধে খুন, ডাকাতি ও নারী নির্যাতনসহ চারটি মামলা রয়েছে।
অস্ত্র আইনে আরো দু’টি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।