সরাইল প্রতিনিধি : | শুক্রবার, ০৬ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 505 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা কৃষি অফিসে উদ্যোগে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। উপজেলার ৩শত জন কৃষকের মাঝে পাঁচ কেজি আউশ ধান, ২০কেজি ইউরিয়া, ১০ কেজি এম ও পি, ১০ কেজি ড্যাপ, নগদ ৫শত টাকা প্রদান করা হয়েছে।