প্রতিনিধি | শুক্রবার, ১০ জুন ২০১৬ | পড়া হয়েছে 707 বার
সরাইলে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ধর্মতীর্থ গ্রামের ওহিদ মিয়ার সঙ্গে তার প্রতিবেশী সৈয়দ আলীর বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে দুপুরে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করাকে কেন্দ্র করে ওহিদ মিয়া ও সৈয়দ আলীর মধ্যে প্রথমে বাক-বিতা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ৪ রাউন্ড টিয়ারগ্যাস ও ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।