সরাইল প্রতিনিধি : | রবিবার, ২১ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 370 বার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরাইল উপজেলা কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা (কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার) চাকরি জাতীয় করণ দাবিতে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেছে। ২২টি কমিউনিটি ক্লিনিকবন্ধ রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আজ রবিবার (২১.০১.২০১৮) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করে।
এতে অংশ নেন সরাইল সিএইচসিপি অ্যাসোসিয়েশন কমিটির সভাপতি শেখ আখতারুজ্জামান রাজিব, সাধারণ সম্পাদক মোকারম আলী সোহেল, সহ-সাধারণ সম্পাদক মো. জালাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম প্রমুখ।