সরাইল প্রতিনিধি : | শনিবার, ০১ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 407 বার
আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩০ মার্চ বৃহস্পতিবার বিকেলে প্রস্তুতি সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইসরাতের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিত খালিদ জামিল খান, সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ইকবাল হোসেন মৃধা,সাংবাদিক বদর উদ্দিন,মাহবুব খান প্রমুখ। সভায় উপজেলার দুটি কলেজের শতাধিক শিক্ষক অংশ নেন।