প্রতিনিধি | মঙ্গলবার, ০৩ মে ২০১৬ | পড়া হয়েছে 687 বার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামে গত রোববার রাতে র্যাব অভিযান চালিয়ে ৭০ টি ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তরা হলো সৈয়দটুলা গ্রামের খুরশেদ মিয়া (৫০), রয়েল মিয়া (২৬), শরীফ মাহমুদ (২৭) ও কাচারিপাড়া গ্রামের সৈকত হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় তারা দীর্ঘ দিন ধরে উপজেলা সদরে মাদক ব্যবসা করে আসছে। গত রোববার রাতে র্যাব ১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামে অভিযান চালিয়ে ৭০টি ইয়াবাসহ চার জনকে আটক করে। সোমবার ভোরে র্যাব ভৈরব ক্যাম্পের সহকারী উপপরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক জামাল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরাইল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গত সোমবার সকালে র্যাব তাদেরকে সরাইল থানায় হস্তান্তর করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তারা মাদক ব্যবসায়ী। তাদেরকে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।