সরাইল প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 757 বার
মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার হওয়া এ অভিযুক্ত ঢামেকের নতুন ভবনের ৬০২ নম্বর কক্ষে চিকিৎসাধীন ছিলেন। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে মোজাম্মেল হক।
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন এমদাদুল হক ওরফে টাক্কাবালী (৮০) মারা গেছেন। টাক্কাবালী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুনটা গ্রামের মৃত হাজী মমতাজ মুন্সীর ছেলে।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।