সরাইল প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ | পড়া হয়েছে 126 বার
করোনা পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কর্মস্থলে জন্মদিন পালন করা উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইন মোহাম্মদ কামরুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আলমগীর হোসেন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান,প্রশাসনিক কারনে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১ জুন এসআই হোসাইন মোহাম্মদ কামরুজ্জামান অরুয়াইল ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তাঁর ৩৯ তম জন্মদিন পালন করেন। সে দিন রাতে ওই কক্ষটিকে সাজানোর পাশাপাশি পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান নিজেও সেজেগুজে তার জন্মদিন পালন করেন।
এ সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হলে সমালোচনার ঝড় উঠে। করোনা পরিস্থিতিতে এমন আয়োজনকে কেউ ভালোভাবে গ্রহন করেননি। বিষয়টি পুলিশের সংশি¬ষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।