স্টাফ রিপোর্টার | রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 803 বার
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী তাঁদের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন।
জেলার শালগাঁও কালীসীমা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবদুল হান্নানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন শালগাঁও কালীসীমা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হাজেরা খাতুন, আফিরিন সুলতানা, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আজিজুর রহমান, শাহাদৎ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর। তাই তাঁরা বাংলাদেশ সরকারের কাছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩৫ বছর করার দাবি জানাচ্ছেন।