| শনিবার, ২০ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 668 বার
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী র্যালি করেছে জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি।
গত শুক্রবার ১৯ আগস্ট জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালিটি বের হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে র্যালিটি কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে শহরের কাউতলী মোড় ঘুরে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঐক্যবদ্ধ রয়েছেন। সন্ত্রাসবাদে যেন কারো সন্তান জড়িয়ে না পড়ে সে বার্তা পৌঁছে দিতেই এ র্যালির আয়োজন।