| শুক্রবার, ০৬ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 328 বার
শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম র্শীষক প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস। প্রধান শিক্ষক শরীফা আক্তার খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষক লোকমান হেকিম, হাফিজা বেগম, শাহজাহান মিয়া, শাহিদা নার্গিস, শামীমা নাসরিন, নাসরিন বেগম, ওয়াহিদা বেগম, কৃষ্ণ কুমার দত্ত ও রোমা রানী দেব। উঠান বৈঠকে শত শত মা উপস্থিত ছিলেন। বৈঠকে নারী ও শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বৈঠকে বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।-প্রেস বিজ্ঞপ্তি