| শনিবার, ৩০ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 648 বার
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে মোসাফফায় লাকি চান্স রেস্টুরেন্ট বাচ্চু মিয়া (৪৮) নামক এক বাংলাদেশি নাগরিক খুন হয়েছে। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের মৃত সরদার রশিদ মিয়ার ছেলে। তাঁর বড় ভাইয়ের নাম সরদার জাহের মিয়া। তিন সন্তানের জনক বাচ্চু মিয়া বিবাহিত সুত্রে চট্টগ্রামের বাসিন্দা।
জানা গেছে গত মঙ্গলবার রাত ১২:৪৫ মিনিটে রেস্টুরেন্টের কাজ শেষ করে তার অন্য কর্মচারীদের সাথে ঘুমাতে যায়। এসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি রেস্টুরেন্টে প্রবেশ করে অতর্কিতভাবে ছুড়ি, লাঠি নিয়ে হামলা করে। তাঁর চিৎকারে রেস্টুরেন্টে খাকা কর্মচারীরা এগিয়ে এলে তাদের উপরও হামলাকারীরা হামলা করে। এক পর্যায়ে বাচ্চু মিয়ার মৃতু্্য নিশ্চিত হয়ে হামলাকারীরা পালিয়ে যায়। আবুধাবী পুলিশ সন্দেহে ৩ পাকিস্তানী নাগরিক আটক করেছে। উল্লেখ যে সন্দেহ ৩ জন বাচ্চু মিয়ার ব্যবসায়ী পার্টনার।
এদিকে সেন্দ গ্রামে চলছে শোকের মাতম। বাচ্চু মিয়ার বড় ভাই সরদার জাহের বিষয়টি নিশ্চিত করেছেন।