| রবিবার, ১৪ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 832 বার
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার সকালে পৌর এলাকার কাজীপাড়ায় সংগঠনের সম্মেলনে এই কমিটি গঠন করা হয়। সংগঠনের জেলা সভাপতি মাহমুদুল হাসান হিফযের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মু. আশরাফ আলী আকন।
সংগঠনের জেলা সাধারন সম্পাদক শাহ মোহাম্মদুল্লাহ নুরের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন প্রকৌশলী মু. গোলাম মোস্তফা, সৈয়দ আনোয়ার আহমদ লিটন, মু. ওবাইদুল হক প্রমুখ।
সম্মেলন শেষে প্রধান অতিথি শেখ মুহাম্মদ শাহ আলমকে সভাপতি ও শাহ মোহাম্মদুল্লাহ নূরকে সাধারন সম্পাদক করে জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের কমিটি ঘোষণা করেন।