| বুধবার, ২৮ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 124 বার
সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায়ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে শিল্পের শহর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ নভেম্বর বুধবার সন্ধ্যার পর শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এ কর্মসূচিতে ছিলো আবৃত্তি, নাচ ও গান। জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম-সম্পাদক মো. মনির হোসেন এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য বাছির দুলালের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন দেশবরেন্য কবি জয়দুল হোসেন।
এ সময় তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পিরা-লাশ নেবো না, গোলাপ নেবো-শীর্ষক আবৃত্তি প্রযোজনা এবং ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের শিল্পিরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিদের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্যে মনোমুগ্ধকর হয়ে উঠে শিল্পের শহর অনুষ্ঠান।
উদ্বোধনী বক্তব্যে কবি জয়দুল হোসেন বলেন,শিল্পের শহর অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমীর একটি নতুন ধারনা। শিল্পের শহর অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় শিল্পিদের উৎসাহিত করার একটি নতুন সুযোগ সৃষ্টি হলো। এ কর্মসূচী প্রতিবছর বাস্তবায়িত হলে সংস্কৃতির বিকাশে সহায়তা হবে। শিল্পবান্ধব শহর প্রতিষ্ঠার ক্ষেত্রে এ কর্মসূচি অত্যন্ত সহায়ক।-প্রেস বিজ্ঞপ্তি