| বুধবার, ২৮ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 364 বার
শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেছেন, বর্তমান শিক্ষা বান্ধব শেখ হাসিনা সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সংস্কার করা হবে উল্লেখ করে তিনি বলেন, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রায় এক লাখ শিক্ষক কর্মচারী নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু কারিগরি বাণিজ্যিক মহাবিদ্যালয়ের ১৭ তম ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মোঃ হানিফ মুন্সী। বক্তব্য রাখেন সহঃ অধ্যাপক মোঃ শাহজাহান ভূঁইয়া, প্রভাষক মহিউদ্দিন আহমেদ, প্রভাষক মনসুর আহমেদ, কোহিনুর বেগম, হাফসা খাতুন, প্রধান শিক্ষক রেজাউল আজাদ, প্রধান শিক্ষক হুমায়ন কবীর, অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম বাবুল, মুনির হোসেন, মার্জিয়া খাতুন, নাজনীন আক্তার প্রমুখ।