| বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 92 বার
জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেন বলেছেন, প্রশিক্ষণের জ্ঞানকে লালন ও ধারণ করতে হবে। প্রশিক্ষণ গ্রহণ করে বসে থাকলে চলবে না, চর্চা করতে হবে। শিক্ষার কোন পরিসমাপ্তি নেই। প্রতিটি মানুষকে আল্লাহ তা’আলা বিচ্ছিন্ন ভাবে বিশেষ বিশেষ গুণ দিয়েছে। এ গুণগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। গতকাল মঙ্গলবার বিকালে জেলা আইনজীবী সমিতির ভবনের ২য় তলায় নবীন আইনজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের সনদ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সিনিয়র আইনজীবীদের কাছ থেকে কিছু নিতে পারি তা হলে সফলতা আসবে আর না নিতে পারলে আমাদের ব্যর্থতা আসবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ সারোয়ার-ই আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ শফিউল আলম লিটন। অ্যাডঃ মোঃ মাহবুবুল বারী সরকার বুলবুলের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু আহছান হাবিব, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনির কামাল, জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ মাঈন উদ্দিন, জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহমেদ, অ্যাডঃ ফখরুদ্দিন খান, অ্যাডঃ আবু তাহের, অ্যাডঃ ওসমান গনি (১), অ্যাডঃ তারিকুর ইসলাম খান রুমা, অ্যাডঃ মাহাবুবুল আলম খোকন, অ্যাডঃ ফরহাদ হোসেন। এ সময় জেলা ও যুগ্ম জজ কাজী শহীদ, মোঃ মহিউদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে সুলতান সোহাগ উদ্দিন, আয়েশা বেগম, ফারজানা আহমেদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারান্নুম রাহাত, অ্যাডঃ এ,কে এম শামসুদ্দিন, জজ কোট পিপি অ্যাডঃ এস এম ইউসুফ, জিপি অ্যাডঃ ওয়াছেক আলী, অ্যাডঃ এম এ করিম, অ্যাডঃ কাজী হাম্মাদুল ওয়াদুদ, অ্যাডঃ খায়রুল এনাম, অ্যাডঃ সালাউদ্দিন আহমেদ খান, অ্যাডঃ আতিকুর রহমান, অ্যাডঃ সিরাজুল ইসলাম(২), অ্যাডঃ মোঃ হারুন অর রশিদ খান, অ্যাডঃ হাবিবুল্লাহ সহ আইনজীবী সমিতির অন্যান্য সিনিয়র ও জুনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি