স্টাফ রিপোর্টার : | বৃহস্পতিবার, ০৩ মে ২০১৮ | পড়া হয়েছে 256 বার
জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষা চলমান পদ্ধতিতে নেয়ার দাবিতে ডাকা ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের ছাত্র সমাবেশের মাইক ছিনিয়ে নিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (০৩.০৫.২০১৮) সকালে জেলা শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে ছাত্রসমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
ছাত্র সমাবেশের শিক্ষার্থীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ছাত্র সমাবেশ করার জন্য স্কুল ছাত্ররা পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে এসে দাঁড়ায়।
সমাবেশের খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল কবিরের নেতৃত্বে একদল পুলিশ অনুষ্ঠানস্থলে ছুটে আসেন। এসময় পুলিশ ছাত্রসমাবেশে বাধাঁ দিয়ে তাদের কাছ থেকে মাইক ছিনিয়ে নেয়।
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক মুহয়ী শারদ বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে পুলিশ বাধাঁ দিয়েছে। ছাত্ররা বক্তব্য দেয়া অবস্থায় পুলিশ হাত থেকে মাইক ছিনিয়ে নিয়েছে। এর ফলে আমরা সমাবেশ দীর্ঘ করতে পারিনি।
এ ব্যাপারে পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন খান বলেন, বাচ্চাদের এমন দাবিতে পুলিশের মাইক ছিনিয়ে নেয়া কাম্য নয়। হয়তো ভুলবোঝাবুঝির কারণে এমনটি হয়েছে। আমি খোঁজ নিয়ে বিয়ষটি দেখছি।