আশুগঞ্জ প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 128 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা বলেছেন, চরের শিক্ষার্থীদের প্রতি বাড়তি নজর দিতে হবে।
এ সময় তিনি শিক্ষকদের নিয়মিত পাঠদান সহ চরের প্রতিটি শিক্ষার্থীদের নিয়মিত খোঁজ খবর নিতে নির্দেশ প্রদান করেন।
গতকাল বুধবার বিকালে আশুগঞ্জ উপজেলায় মেঘনার বুকে জেগে উঠা চরসোনারামপুরে একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরির্দশন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় স্থানীয় ইউপি সদস্য কবিতা রানী দাস, হেলাল মিয়া ও আশুগঞ্জ উপজেলা নিবার্হী ব্যক্তিগত সহকারি মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।