| মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮ | পড়া হয়েছে 276 বার
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছে। গতকাল ০৩ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার শাহবাজপুর প্রথম গেইটে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
খাটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, দুপুরে ঢাকা অভিমুখী একটি ট্রাক শাহবাজপুর প্রথম গেইটের সামনে অজ্ঞাত পরিচয় এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।