| রবিবার, ২০ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 591 বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্থদের মাঝে শনিবার ত্রান সামগ্রী বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যাপিঠ সংসদ। উপজেলার ৪৫টি পরিবারের মাঝে তারা ত্রান হিসেবে চাল, ডাল, তেল ইত্যাদি বিতরণ করা হয়। এ সময় সংসদের পক্ষে সাত দফা দাবি বাস্তবায়নের আহবান জানানো হয়। এ সময় সংগঠনের পক্ষে রানা প্রতাপ হীরা, দেবাশীষ শর্মা, নাবিল দেবনাথ, দীপঙ্কর দেব চৌধুরি, আকাশ সাহা, রাজ বর্মণ, অভিজিৎ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, ’দেশের সনাতন ধর্মাবলম্বীদের ‘মালাউনের বাচ্চা’ বলে কটূক্তিকারী ও হামলার ইন্ধনদাতাদের বিচার দাবি, বিচার বিভাগীয় তদন্ত করা, ক্ষতিগ্রসস্থদেরকে ঘর নির্মাণ করে দেয়া, দেশের বাইরে যাওয়া সংখ্যালঘুদের ফিরিয়ে আনা ইত্যাদি। প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্থ মন্দির ও ঘর ঘুরে দেখেন।