বার্তা প্রেরক | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 280 বার
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান মেয়র ও আগামী দিনের মেয়র প্রার্থী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন পৌর নাগরিকদের সর্বচ্চো সেবা প্রদানে আমরা অঙ্গিকারাবদ্ধ। পৌরসভার দায়িত্ব নিয়ে পৌরবাসীকে একটি উন্নত ও আধুনিক নাগরিক জীবন যাপনের সুযোগ করে দেওয়ার যে অঙ্গীকার আমরা করেছিলাম। আজ আর বেশীরভাই বাস্তাবয়ন হয়েছে। মেয়র গতকাল সকালে শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ কালে উপরোক্ত কথা বলেন। তিনি শহরের বিভিন্ন উন্নয়ন কার্মকান্ডের বনর্না দিয়ে বলেন আপনারা জানেন বর্তমান সরকারের আমলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় সর্বচ্চো সংখ্যক উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে। পৌরসভার প্রত্যেকা এলাকাতেই বিভিন্ন উন্নয়ন কাজ চলমান আছে। তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভা গঠনের লক্ষে চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।