| রবিবার, ০১ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 141 বার
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পানিশ্বর ইউনিয়নের প্রচার সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ রেদুয়ান আহমেদের পিতা মোহাম্মদ রুকুন উদ্দিন ফকির (৮০) গত শুক্রবার সকাল ১০ টায় তার নিজ গ্রাম সরাইল উপজেলাধী পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ছাত্রনেতা মোহাম্মদ রেদুয়ান আহমেদের পিতা মোহাম্মদ রুকুন উদ্দিন ফকিরের আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের দাওয়া বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ রফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তিনি বলেন ছাত্রনেতা মোহাম্মদ রেদুয়ান আহমেদের পিতা মোহাম্মদ রুকুন উদ্দিন ফকিরের এ আকস্মিক মৃত্যুতে তার পরিবার আজ হারাল পরিবারে একজন অন্যতম অভিভাবককে যা কোনদিন পূর্ণ হবার নয়। কেননা পৃথিবীতে একজন আরেক জনের কমবেশি শুন্যতা পূরণ করতে পারে কিন্তু পরিবারের প্রধান তথা পিতার শুন্যতা কেউ কখনো পূরণ করতে পারেনি আর পৃথিবী যতদিন থাকবে ততদিন কেউ পূরণ করতে পারবে ও না। সেই সাথে তার পরিবারে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা ও কোনদিন পূরণ হবার নয়। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।-প্রেস বিজ্ঞপ্তি