| মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 124 বার
শহরের মেড্ডা সিও অফিস থেকে পীরবাড়ি পর্যন্ত রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। আজ ২০ নভেম্বর মঙ্গলবার দুপুরে তিনি পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মাহবুবুর রহমান, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী সুমন দত্তসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে তিনি বলেন, রাস্তার গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। তিনি আরো বলেন, পৌরসভার উন্নয়ন কর্মকান্ডে পৌরবাসীকে এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে।-প্রেস বিজ্ঞপ্তি