| রবিবার, ০৪ নভেম্বর ২০১৮ | পড়া হয়েছে 168 বার
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০৩ নভেম্বর শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে আখাউড়া উপজেলাধীন রাজাপুর গ্রামস্থ মোঃ আনু মিয়ার বসত বাড়ীর দক্ষিণ দুয়ারী ঘরের সামনে অভিযান পরিচালনা করে মোঃ আনু মিয়া প্রকাশ আবু পাগলা (৬৫), তার পুত্র মোঃ মামুন মিয়া (২৫), মোঃ আমির হোসেন প্রকাশ কালু (২৬) ও মোঃ জুয়েল আহমেদ (২৩) কে আটক করেন।
আটককৃত ব্যক্তিদের নিকট হতে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক ক্রয় বিক্রয়ের নগদ ১৩০০ টাকা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিলের ৭(খ)/২৫ ধারা মোতাবেক আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি