কসবা প্রতিনিধি : | সোমবার, ১৬ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 180 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বায়েক ইউনিয়নের রঘুরামপুর পশ্চিম পাড়ার ইদ্রিস মিয়ার ধানের জমিতে স্তুপ করে রাখা মাটি থেকে শনিবার সকাল সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সকালে একটি ধানের জমিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওসি আরো জানান, মরদেহটি বেশ কয়েকদিনের হওয়ায় পচে গলে গেছে। নিহত যুবকের মাথার খুলি ও হাড় ছাড়া কিছুই অবশিষ্ট নেই। হাড়ের জোড়াও গুলো খুলে গেছে। তাই ডিএনএ টেস্ট ছাড়া কিছুই বলা যাবে না বলে জানান তিনি।