স্টাফ রিপোর্টার : | মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 113 বার
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাঙালি জাতির ইতিহাসে এক এক গৌরবোজ্জল দিন। দিনটি যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ ভোরে স্থানীয় ফারুকী পার্ক এর স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ড, পৌরসভা ও জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ চত্বর। পরে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে সমগ্র বাংলাদেশের ন্যায় একযোগে আনুষ্ঠানিক জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী ও ডিসপ্লে এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |