| বুধবার, ০১ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 504 বার
পৌর এলাকার মহাদেব পট্টি পাড়ার বাসিন্দা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ননী গোপাল মল্লিকের পরলোকগমনে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। এক শোকবার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রয়াত ননী গোপাল মল্লিকের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরন রাখবে। শোকবার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। উল্লেখ্য গত মঙ্গলবার দুপুর ১ টা ৫০ মিনিটে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযোদ্ধা ননী গোপাল মল্লিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বৎসর। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
প্রেস বিজ্ঞপ্তি ;